গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
প্রবাসী অধিকার কল্যাণ সংস্থা (প্রকস)
𝐆𝐨𝐯𝐭. 𝐑𝐞𝐠 : 𝐈𝐕 – 𝟏(𝟒)/𝟐𝟓
ইহা একটি স্বেচ্ছাসেবী, বে সরকারি অরাজনৈতিক, মানবাধিকার,দাতব্য কল্যাণমূলক প্রতিষ্ঠান। ইহা একটি আইনী সহায়তাকারী ,অলাভজনক সেবা মুলক প্রতিষ্ঠান।
সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য
১. প্রবাসী অধিকার কল্যাণ সংস্থার পক্ষ থেকে যারা প্রবাসে আছে এবং কাগজপত্র জটিলতা আছে তাদের কাগজপত্র সমাধানের ব্যবস্থা করা।
২. প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা, প্রবাসীদের মৃতদেহ সরকারি খরচে বাংলাদেশে প্রেরণ ব্যবস্থা করবে।
৩. হাই-কমিশনারদের সহযোগীতার মাধ্যমে বিদেশে প্রবাসীদের সকল প্রকার সমস্যা সমাধান করা, সরকারের সহগোহীতা নিয়ে বাংলাদেশে এবং বিদেশে প্রবাসীদের সকল প্রকার সমস্যার সমাধান নিশ্চিত করা।
৪. এয়ারপোর্টে প্রবাসীদের লাগেজ সিকিউরিটি সহ কাস্টমস ও অন্যান্য সেক্টর যাতে হয়রানি না করতে পারে তা নিশ্চিত করা, প্রবাসীদের নিরাপদ পরিবহনের মাধ্যমে স্ব-স্ব গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যবস্থা করা।
৫. প্রবাসী অধিকার কল্যাণ সংস্থার সকল সদস্যদের মেম্বারশিপ সহ আই ডি কার্ড প্রদান করা।
৬. রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে সকল প্রকার ফি মওকুফ করা। প্রবাসী অধিকার কল্যাণ সংস্থা থেকে স্বল্প মুনাফাই ঋণের ব্যবস্থা করা। প্রবাসীদের পরিবারের সদস্যদের বাংলাদেশের সকল প্রকার সাগরিক অধিকার নিশ্চিত করা, প্রত্যেক প্রবাসীদের জন্য ইনস্যুরেন্স এর ব্যবস্থা করা।
৭. বাংলাদেশে প্রবাসীদের সকল প্রকার শুল্ক মওকুফ বিনিয়োগ নিশ্চিত করা।
৮. বাংলাদেশে সকল প্রবাসীদের জন্য সকল ব্যাংকে সিঙ্গেল ডিজিট ব্যাংক ঋণ নিশ্চিত করা।
৯. প্রবাসীদের সন্তানদের বাংলাদেশে কোটা ভিত্তিক সরকারি চাকরির সুযোগ নিশ্চিত করা। প্রবাসীদের সকল প্রকার সরকারি কাগজপত্র এবং অন্যান্য সরকারি দলিল এর জন্য একটি নন-স্টপ সার্ভিস চালু করা। প্রবাসীদের মধ্য থেকে সংরক্ষিত আসন দিতে হবে।
১০. প্রবাসীদের জন্য ইসলামী শরিয়াত মোতাবেক একটি ব্যাংকস্থাপন করা।
১২. প্রবাসীদের জন্য সরকারী ভাতা চালু করা।
১৩. সংস্থা দেশে এবং বিদেশে প্রবাসীদেরজন্য একটি উন্নত নগরী গড়ে তোলা। প্রবাসী সন্তানদের পড়াশোনার জন্য আধুনিক মানের স্কুল কলেজ প্রতিষ্ঠা করা।
১৪. প্রবাসী সহ সংস্থা দেশের অসহায় দুঃস্থ নিযাতিত নারী পুরুষের আইনগত সহায়তাপ্রদানের ব্যবস্থা গ্রহণ করবে।
১৫. সংস্থা আইন গত সহায়তা প্রদানের উদ্দেশ্যে সালিশী সভা করে স্থানীয়ভাবে বিরোধ মিমাংসা করার জন্য কাজ করবে এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগীতা গ্রহণ করবে।
১৬. দেশের সকল পর্যায়ের নাগরিকগণ সংস্থার দারস্থ হতে পারবে।
১৭. সংস্থায় যে কোন ব্যক্তি আইনগত সহযোগীতার জন্য লিখিত আবেদন করলে কর্তৃপক্ষ সরেজমিনে আবেদনের সত্যতা যাচাই করার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগীতা নিয়ে আইনগত সহায়তা প্রদানে সচেষ্ট হবে।
১৮. সকল শ্রেণির মানুষের জন্য মানবাধিকার বিষয়টি পর্যবেক্ষণ ও সহযোগীতা প্রদানের বিষয়টি নিয়ে অত্র সংস্থা কাজ করবে এবং প্রয়োজনে গণমানুষের স্বার্থে স্বউদ্যোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
১৯. সংস্থা বিনা বিচারে আটকদের মুক্তি ও দুঃস্থ কয়েদিদের পুনর্বাসনের সহায়তা প্রদান করবে।
২০. সংস্থা দুঃস্থদের পুনর্বাসন ও তাদের জন্য “শেল্টোর হোম” তৈরী করবে।
২১. সংস্থা দারিদ্র গণমানুষের শিক্ষা, স্বাস্থ্য ও সকল ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে ও মানবাধিকার বিষয়ক কাজের উপরে পুরস্কার প্রদান করবে।
২২. প্রবাসী অধিকার কল্যাণ সংস্থা দেশের সকর তৃণমূল পর্যায়েসংগঠনের কার্যালয়ে প্যারালিগ্যাল প্রশিক্ষণ পরিচালনা করবে।
২৩. সংস্থা অবহেলিত দারিদ্র মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম করবে।
২৪. সংস্থা অশিক্ষিত মানব গোষ্ঠীর উন্নত পদ্ধতিতে শিক্ষামূলককার্যক্রম গ্রহণের মাধ্যমে কর্ম দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে।
২৫. প্রবাসী অধিকার কল্যাণ সংস্থা কোন কনজ্যুমার প্রোডাক্ট তৈরি করে বাজারজাত করবে, প্রবাসীদের জন্য বিল্ডিং স্থাপন করে প্রত্যেকটা সদস্যের মাঝে কিস্তি ভিত্তিতে ফ্ল্যাট প্রদান করবে।
২৬. সংস্থা নাটক, টেলিফ্লিম, সভা, সেমিনার এবং প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল মানবাধিকার কর্মী সৃজন করবে।
২৭. সংস্থা সকল পেশার মানুষের সার্বিক কল্যাণে আইনগত সহায়তা প্রদানের উদ্দেশ্যে জমি, সম্পদ, বিদেশে পাঠানো নামে প্রতারণা, নারী শিশু পাচার সহ যে কোন বিষয় মাঠ পর্যাযে কাজ করবে।
২৮. স্বাস্থ্যসেবা, বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন কর্মসূচি, পরিবার পরিকল্পনা ও জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচী বাস্তবায়ন এবং জনসতেনতা বৃদ্ধি প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ, প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্য এবং টিকাদান কর্মসূচির প্রসারে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা, পরিচালনা, অভাবীদের বিনামূল্যে চিকিৎসার প্রদানসহ চক্ষু শিবিরের ব্যবস্থা করা।
২৯. সংস্থা বনায়ন ও নার্সারী প্রকল্প গ্রহণ করা, আসের্নিক মুক্ত তথা বিশুদ্ধ পানীয়, ত্রাণের ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা এবং পরিবেশ উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করবে।
৩১. সংস্থা যুবক-যুবতীদের কর্ম সংস্থানের লক্ষ্যে স্বল্প সময়ে কোনো টেকনিক্যাল ট্রেনিং প্রদান করবে।
৩০. সংস্থা নারীর ক্ষমতায়ন ও পারিবারিক আইন সম্পর্কে সপেতনতা সৃষ্ঠি করবে।
৩১. সংস্থা দেশব্যাপী সংগঠনের পক্ষ থেকে গণজাগরণ সৃষ্ঠির লক্ষ্যেবিভিন্ন প্রষ্ঠিান/ব্যাক্তির নিকট হইতে স্পন্সর গ্রহণ করবে।
৩২. সংস্থা যে কোন ব্যক্তিকে আইন সহায়তা প্রদান, বাল্যবিবাহ এবং যৌতুক প্রতিরোধকল্পে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে।
৩৩. মাদকাসক্ত ও এসিড দগ্ধদের পূনর্বাসর কেন্দ্র স্থাপন করা, মানবাধিকার লংঘন, সামাজিক কাজে অংশগ্রহণ করা।
৩৪. দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তির ব্যবস্থা। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সাহিত্য, কলা ও বিজ্ঞান শিক্ষার কার্যক্রম গ্রহণ। বন্যা মহামারি ও প্রাকৃতিক দুর্যোগ অবহেলিত দারিদ্র নিপীড়িত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম গ্রহণ এবং মেডিকেল টিম গঠন, প্রেরণ ।
মোঃ ফয়সাল হোসেন সরদার
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
প্রবাসী অধিকার কল্যাণ সংস্থা (প্রকস)
Whatsapp/ IMO : 01733 258282